RDDC Work Procedure
রংপুর ডিভিশন এন্ড ডিজাইন কনসালটেন্ট (আর.ডি.ডি.সি) এর কাজের পদ্ধতি সমূহ নিম্নরূপঃ
আপনার কষ্টার্জিত টাকায় স্বপ্নের বাড়ির ডিজাইন কোন প্রকৌশলী দ্বারা করাচ্ছেন তা ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন কেননা আপনার কষ্ট তখনই স্বার্থক হবে, যখন আপনি একটি নিরাপদ ও সুন্দর বাড়ি উপহার পাবেন।
(RDDC)
➤ Multi Storied Building এর ক্ষেত্রে মাটি পরীক্ষার (Soil Test) রিপোর্ট অবশ্যই থাকতে হবে।
মাটি পরীক্ষা (Soil Test এর রিপোর্ট সহ) আর্কিটেকচারাল প্ল্যান, স্ট্রাকচারাল ডিজাইন এন্ড ড্রইং, ইলেকট্রিক্যাল ডিজাইন এন্ড ড্রইং, 3D ডিজাইন, প্লাম্বিং ডিজাইন এন্ড ড্রইংসহ BOQ (Bill of Quantity) Estimate প্যাকেজ
আকারে, ফি নির্ধারণ করা হয়।
প্রস্তাবিত বিল্ডিং এর জায়গার পরিমাপ গ্রহণ করার পর মোট প্যাকেজের সর্বনিম্ন (২০%-৩০%) টাকা এ্যাডভান্স করতে হবে।
➤ বিল্ডিং এর বিভিন্ন শ্রেণীবিন্যাস এর সাপেক্ষে ডিজাইন ফি নির্ধারণ করা হয়।
ফাইল হ্যান্ডওভার হওয়ার সংঙ্গে সংঙ্গে সম্পূর্ন দেনা পাওনা পরিশোধ যোগ্য।
➤ প্রস্তাবিত বিল্ডিং এর সাথে সংশ্লিষ্ট যে কোন সিদ্ধান্ত, প্রকৌশলীর সিদ্ধান্তেই চূড়ান্ত বলে গণ্য হবে। অন্যথায় তার দায় ভার প্রকৌশলী গ্রহণ করিবেন না।
➤ পৌরসভার ফাইল Approved এর ক্ষেত্রে যদি RDDC কর্তৃপক্ষ সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে সেক্ষেত্রে সার্ভিসিং ফি যুক্ত হবে।
পৌরসভার ভিতরে সুপার ভিশনের চার্জ ফি সর্বনিম্ন ১০০০ (এক হাজার) টাকা পৌরসভার বাহিরে বা দূরবর্তী এলাকায়
১০০০-২০০০ (এক হাজার থেকে দুই হাজার) টাকা সুপারভিশন ফি দিতে হবে।
কাজ চলাকালীন সময়ে যে কোন পরিবর্তন বা পরিবর্ধনের জন্য অতিরিক্ত ফি যুক্ত হবে।
মাটি পরীক্ষা, ব্লু-প্রিন্ট এবং পৌরসভার অনুমোদনের ক্ষেত্রে জমি সংক্রান্ত সকল তথ্যাদি প্রদান করে RDDC কে সহয়তা করুন।
রিভিশন কাজের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে ফি নির্ধারণ করা হয়।
টাকা প্রদানের ক্ষেত্রে Money Recieved গ্রহণ করে পরিচ্ছন্ন লেনদেন প্রদানে আপনার আন্তরিকতাই শ্রেয়।
পরিশেষে রংপুর ডিভিশন এন্ড ডিজাইন কনসালটেন্ট (আর,ডি,ডি,সি) এর সাথে থাকার জন্য ধন্যবাদ।
POURSAVA PAPERS
ইমারত নির্মাণের আবেদন ফরম ও প্রস্তাবিত নক্শার সঙ্গে যাহা সংযোজন করে দাখিল করিতে হইবেঃ
০১। ব্লু প্রিন্ট নক্সা/ এ্যামোনিয়া প্রিন্ট নক্শা কপি-০৭ কপি।
উল্লেখ্য যে, (আবেদনাকরী ০৩ কপি, অ্যাসেসর শাখা- ০১ কপি, পয়নিঃকাশন শাখা- ০১ কপি, পানি শাখা- ০১ কপি,
প্রকৌশল শাখা- ০১কপি)
০২। মাটি পরীক্ষার (রিপোর্ট)।
০৩। জমির দলিলের সত্যায়িত ফটোকপি- ১কপি।
০৪। মাঠ পর্চার সত্যায়িত ফটোকপি- ১ কপি।
০৫। খারিজ, খতিানি এর সত্যায়িত ফটোকপি- ১ কপি।
০৬। খাজনার রসিদ, (হালনাগাদ) সত্যায়িত ফটোকপি-১ কপি।
০৭। হোল্ডিং ট্যাক্স, পানির বিল, ট্রেড লাইসেন্স, অন্যান্য বিল পরিশোধের (হালনাগাদ) সত্যায়িত ফটোকপি-০১কপি।
০৮। ভায়া দলিল ফটোকপি-০১ কপি।
০৯। এম আর আর ফটোকপি- ০১কপি।
১০। খন্ডিত মৌজা নকশা ফটোকপি- ০১ কপি।
১১। অঙ্গীকারনামা……………….কপি।
UPAJELA REQUIRED PAPERS
ইমারত নির্মাণের আবেদন ফরম ও প্রস্তাবিত নক্শার সঙ্গে যাহা সংযোজন করে দাখিল করিতে হইবেঃ
০১.রু-প্রিন্ট-০৬ কপি।
০২. প্রত্যায়ন ০১ কপি।
০৩. Soil test report (মাটি পরীক্ষা) ০১ সেট।
০৪. খাজনা রশিদ ০১ কপি।
০৫. নামজারী (খারিজ) কাগজপএ ০১ সেট।
০৬. দলিল (জাবেদা) ফটোকপি।
০৭. রেকর্ডের কাগজ ৯০ইং ০১ (কপি)
০৮. ইউনিয়ন পরিষদের ট্যাক্স ০১ (কপি)
RDDC SOIL TEST
“আপনাদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের অভিষ্ট লক্ষ্য”
Rangpur Division & Design Consultation (RDDC) কর্তৃক মাটি পরীক্ষা (রিপোর্ট প্রদান সহ) বিশেষভাবে গ্রহণযোগ্য মূল্যে নিম্নে চুক্তি অনুযায়ী নির্ধারণ করা হয়।
ক্রমিক নং | বোড় হোল সংখ্যা | খরচ (টাকা) | অবস্থান | মোট খরচ |
---|---|---|---|---|
01. | BH – 02 | 7,000/- | সাধারণত ভিতরের বাড়ালার ডাটা | পূর্বানুমান + রিপোর্ট + সনদ প্রদান |
02. | BH – 03 | 10,000/- | প্রয়োজন অনুযায়ী | |
03. | BH – 04 | 12,000/- | প্রয়োজন অনুযায়ী | |
04. | BH – 05 | 14,000/- | প্রয়োজন অনুযায়ী | |
05. | বিশেষ এর অধিক হলে | আলোচনার সাপেক্ষে |
বিশেষ দ্রষ্টব্য:
- উপরোক্ত মাটি পরীক্ষার ব্যয়সমূহ RDDC কর্তৃক নির্ধারিত।
- মাটি পরীক্ষার Field Work সম্পন্ন হওয়ার পর ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট সরবরাহ করা হবে।
- Field Work এর পূর্বে ৫০% এবং রিপোর্ট সংগ্রহের পূর্বে বাকি ৫০% টাকা পরিশোধযোগ্য।
- সনদপত্রের সাথে ইমেজসহ রিপোর্ট, বিভিন্ন গভীরতার Bearing Capacity, Soil Profile ইত্যাদি প্রদান করা হবে।
- উপরোক্ত রিপোর্ট সরকার অনুমোদিত প্রকৌশলী কর্তৃক প্রস্তুতকৃত হবে।
- মাটি পরীক্ষা সম্পন্ন হলে গ্রাহকরা ভবনের নকশার ক্ষেত্রে সহায়তা গ্রহণ করতে পারবেন।
- Rangpur Division & Design Consultation (RDDC) সব সময় আপনাদের পাশে থাকবে।